অত্র ইউনিয়নের সকল সভা্র কার্যবিবরণী ও সভার সিদ্ধান্ত অতি গুরুত্ব সহকারে গ্রহণ করে আমাদের সকলের মধ্যে মনি অত্র ইউপি সুযোগ্য চেয়ারম্যান সাহেব জনাব মো:ইলিয়াস কবির (বকুল)। অত্র ইউনিয়নের সকল প্রকল্প কমিটি কর্তৃক প্রকল্প অনুযায়ী রিপোর্ট যাচাই বাচাই করে সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন।
যেমন:
১। ১০০% জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।
২। বাল্য বিবাহ রোধ ও গণসচেতনা সৃষ্টি করা।
৩।দরিদ্র মানুষকে বাছায় করণ ও তাদের আর্থিক সহায়তা করা।
৪। সরকারী সম্পদ রক্ষা করা।
৫।ইউনিয়ন ট্যাক্স পরিশোধে জনগণকে অগ্রগামি করা।
৬।দারিদ্রতা বিমোচনে সকল সরকারী বেসরকারী দ্রব্য বা খাদ্য দ্রব্য সুষ্ট বন্ঠন।
৭। বিবিধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস